
বন্দরে নাসিম ওসমান সেতুতে মোটর সাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
৮ই জুন রোজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুর দক্ষিন পাশে সড়ক দুর্ঘটনায় ইমন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়।
নিহত ইমন বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার টিপু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বাইকে একাই ছিল ইমন। ব্রিজ পার হবার সময় এক কুকুরকে সাইড দিতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল নিয়ে পরে আহত হয় ইমন। পরে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।