1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

শীতলক্ষ্যা নদীতে জীবন বাঁচাতে ঝাঁপ দিলেন ট্রলারের যাত্রীরা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৯৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের টানবাজার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কায় যাত্রীবাহী একটি ট্রলার থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েছেন অন্তত ১৫ যাত্রী। পরে যাত্রীরা সাঁতরে অন্য ট্রলারের সহায়তায় পাড়ে উঠতে সক্ষম হন। তবে শেষ পর্যন্ত কার্গো জাহাজের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগেনি। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে শহরের টানবাজার খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলারযোগে খেয়া পারাপার হচ্ছিলেন ২০ থেকে ২৫ জন যাত্রী। এ সময় মুন্সিগঞ্জগামী এমভি আখতার হোসেন-১ নামের একটি কার্গো জাহাজ খেয়াঘাট দিয়ে যাওয়ার সময় এটির সঙ্গে যাত্রীবাহী ট্রলারটির ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়। তখন আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়েন ট্রলারের যাত্রীরা। এ সময় অন্য একটি যাত্রীবাহী ট্রলারের সহায়তায় নদী থেকে যাত্রীরা ট্রলারে পাড়ে উঠতে সক্ষম হন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক বলেন, কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগার আতঙ্কে ট্রলারযাত্রীরা নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরে আরেকটি যাত্রীবাহী ট্রলারের সহায়তায় ঝাঁপিয়ে পড়া যাত্রীদের তুলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কার্গো জাহাজের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের কোনো সংঘর্ষ হয়নি, ট্রলারটি ডুবেও যায়নি। যাত্রীরা ভয়ে নদীতে লাফিয়ে পড়েছিলেন। তাঁরা আবার সাঁতরে অন্য ট্রলারের সহায়তায় উঠতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD