1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে আসছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

  • প্রকাশিতঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

আমার নারায়নগঞ্জ:
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার বাসিন্দা আবুল কালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

দলটির দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বুধবার (৫ নভেম্বর) সকালে নাহিদ ইসলাম সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে নিহত আবুল কালামের পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন। পরিবারের খোঁজখবর নেবেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানাবেন।”

গত ২৬ অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আবুল কালাম (৩৫)। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার বাসিন্দা হলেও তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন আবুল কালাম। প্রতিদিন কাজের প্রয়োজনে রাজধানীতে যাতায়াত করতেন তিনি। দুর্ঘটনার দিনও কর্মস্থলে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD