1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৮০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সিলভার ক্রিসেন্ট হাসপাতাল নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আনিকা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় হাসপাতালের ভেতরে বিক্ষোভ ও ভাঙ্চুর পর ম্যানেজারকে মারধরের করে পুলিশ কাছে সোর্পদ করে নিহতের স্বজনরা।

রোববার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় এঘটনা ঘটে। আনিকা সদর উপজেলার ফতুল্লার নয়াবাজার এলাকার রোমান মিয়ার স্ত্রী।

নিহতের স্বজন ও স্বামী অভিযোগ, শনিবার সন্ধ্যায় চিকিৎসক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করানো হয় আনিকাকে। অপারেশন শেষে ভোরে তার জ্ঞান ফেরলে ব্যাথা ও শ্বাসকষ্ট হলে চিকিৎসক তাকে ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়। মৃত্যুর খবরপেয়ে স্বজনরা এসে বিক্ষোভ করে ভাঙ্চুর করে। পরে মরদেহ রেখে ডাক্তার, নার্স সহ হাসপাতালে সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায়ই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি পরিবারের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, পুলিশ সেবা ৯৯৯ এ ফোন পেয়ে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় হাসপাতালের দুইজনকে আটক করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD