1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

না:গঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি ও নিহতের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে। বহুল আলোচিত এই সাত খুনের ১০ বছর পূর্তিতে রোববার (২৮ এপ্রিল) দুপুরে রায় কার্যকরের দাবিতে এ মানববন্ধন হয়।

এসময় ‘৭ হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে বিলম্ব কেন প্রশাসন জবাব চাই’ ৭ হত্যা মামলার ১০ বছর পেরিয়ে গেলেও আসামিদের প্রভাবে সাজার রায় কার্যকর হলো না কেন? প্রশাসন জবাব চাই’ বিভিন্ন লেখা ফেস্টুনে হাতে নিয়ে তাদের এই কর্মসূচি পালন করতে দেখা গেছে।

আলোচিত এ হত্যাকাণ্ডের ১০ বছর উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সাত খুনের ঘটনায় বাদীপক্ষের দায়ের করা মামলার আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, হাইকোর্ট থেকে মামলাটির রায় দিয়েছেন ২০১৮ সালে। অথচ আজ সাড়ে ৫ বছর ধরে মামলাটির আপিল শুনানিতে ঝুলে আছে। ঘটনার প্রথম থেকেই বিচারিক কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আসামি পক্ষের লোকজন। তারা প্রভাবশালী হওয়ায় এখনও মামলাটির রায় কার্যকর হচ্ছে না। নিহতের পরিবার, আইনজীবী সমাজ এবং নারায়ণগঞ্জবাসীসহ সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি, র‌্যাবের মাধ্যমে ২০১৪ সালের ২৭ এপ্রিলে যে নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল সেই নৃশংস হত্যাকাণ্ডের যে রায় হয়েছে সেই রায় যেন অবিলম্বে কার্যকর করা হয় এবং অবিলম্বে এই রাষ্ট্রের পক্ষ থেকে এই নিহতদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

এই মানববন্ধন থেকে আমরা আহবান জানাবো, সকল প্রতিবন্ধকতা দূর করে দিয়ে মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে আপিলাইজড ডিভিশনে শুনানির ব্যবস্থা করতে হবে এবং যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি কার্যকরী করার মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটাতে হবে এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে র‌্যাবের একটি গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। এর তিন দিন পর (৩০ এপ্রিল) শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি মরদেহ। পরদিন আরেকটি মরদেহ ভেসে ওঠে। মোট সাতটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অন্যরা হলেন- নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহিম। এ ঘটনায় দুটি মামলা হয়। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের বিচারিক আদালত রায় ঘোষণা করেন। এতে ২৬ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে হাইকোর্ট ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। মৃত্যুদণ্ডাদেশের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এখনও।

মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঝুলে থাকায় কার্যকর করা যাচ্ছে না আসামিদের ফাঁসির রায়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD