1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ভেঙে ফেলা হলো জিয়াউর রহমানের ম্যুরাল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩০১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ম্যুরালটি শহীদ জিয়া হলের সামনে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক৷ আমরা হতবাক ও ব্যথিত হয়েছি৷ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক ও সেক্টর কমান্ডার ছিলেন। তিনি যুদ্ধের পর বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছেন। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে তিনি এ দেশকে রক্ষা করেছিলেন। সরকারি দলের লোকেরা ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ জিয়ার ম্যুরাল ভেঙেছে।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘পবিত্র রমজান মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হলো। এভাবে তারা মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। গতকাল রাতের অন্ধকারে চিহ্নিত গডফাদার শামীম ওসমান এমপির নির্দেশে এই ম্যুরাল ভাঙা হয়। এর জেরে শহরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় প্রশাসন, আওয়ামী লীগ ও শামীম ওসমানকেই বহন করতে হবে। শামীম ওসমান একজন প্রতিহিংসাপরায়ণ ও হিংসুটে রাজনীতিবিদ। তার দ্বারা অহিংস ও শান্তিপূর্ণ রাজনীতি মোটেই করা সম্ভব নয়। তিনি সংযমের মাসেও প্রতিহিংসার কারণে রাতের অন্ধকারে সন্ত্রাসের আশ্রয় নিয়ে শহীদ জিয়ার ম্যুরাল ভেঙেছেন, তার জবাব তাকে একদিন না একদিন দিতেই হবে। ২০ কোটি মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম ও ছবি মুছে ফেলা যাবে না।’

তবে বিএনপির এই অভিযোগকে নাকচ করে দিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। তিনি বলেন, ‘কবে, কখন এটি ভাঙা হয়েছে। আমরা কেনইবা তাদের ম্যুরাল ভাঙতে যাব। এ রকম কোনো পরিকল্পনাও আমাদের নেই। তারা যেসব অভিযোগ করছেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।’

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে কল করা হলে তার স্ত্রী রিসিভ করে জানান যে তিনি বাহিরে আছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, জেলা প্রশাসন এই হলটি পরিত্যাক্ত ঘোষণা করেছে। ভবনটি ভাঙার কাজ চললেও ম্যুরাল ভাঙার কোনো উদ্যোগ আমরা নিইনি। কারা এটি করেছে তা প্রশাসন তদন্ত করে দেখবে।

প্রসঙ্গত, সম্প্রতি শামীম ওসমান জিয়া হল ভেঙে সেখানে ৬ দফা মঞ্চ করার প্রস্তাবনা রাখেন জাতীয় সংসদে। পরে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি অনুষ্ঠানেও এই হল ভেঙে নতুন করে ৬ দফা মঞ্চ, গ্যালারি, উন্মুক্ত স্থান নির্মাণ করার ঘোষণা দেন তিনি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD