
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরিবহনে চাঁদাবাজির সময় চার যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোলাকান্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার হোমনা থানাধীন দড়িচর এলাকার আরিয়ান ইসলাম (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানাধীন সিঙ্গার বিল এলাকার রিপন (৩২), নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীনগর এলাকার সাহাবুদ্দিন (৪০) ও মাদারীপুরের ডাসার থানাধীন পশ্চিম বোতলা এলাকার মিজানুর রহমান (৪৫)।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে চলাচলরত পরিবহন থামিয়ে চাঁদাবাজি করে আসছিল।
মঙ্গলবার সকালে সেই চক্রটি গোলাকান্দাইল মোড়ে বিভিন্ন পরিবহন থামিয়ে চাঁদাবাজি করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। এসময় পুলিশ অভিযান চালিয়ে চার যুবককে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।