1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ০১ মে ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

আড়াইহাজারে ব্যাটারি কারখানায় আগুন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ি এলাকার এভারেজ ব্যাটারি কারখানায় এই ঘটনা ঘটে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুমন সাহা বিষয়টি আমার নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়িতে আরএম গ্রুপের ভেতরে চীনা নাগরিক মি. সেনের মালিকানাধীন এভারেজ ব্যাটারি কারখানার অবস্থান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কারখানাটিতে আগুন জ্বলতে দেখেন কোম্পানির লোকজন। প্রাথমিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে সংবাদ পেয়ে আড়াইহাজার, নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট সকাল ৯টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ সময় আড়াইহাজার থানা পুলিশের একটি দলও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার মালিকপক্ষ আগুনে আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD