1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

ফতুল্লায় বিয়ে এড়াতে পালিয়েছিল কিশোরী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সাথে যোগ দিতে ঘর ছেড়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তবে ঐ কিশোরী বিটিএসের জন্য নয়, মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করতে চেয়ে ঘর ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ।

১২ এপ্রিল রোজ (শুক্রবার) সকালে কিশোরীকে তার মা-বাবার জিম্মায় দিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানায়, কিশোরীর বাবা পুলিশকে সাধারণ ডায়েরি করার সময় মিথ্যে বলেছেন যে কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সাথে যোগ দিতে ঘর ছেড়েছে কিশোরী। এবং এ বিষয়ে কিশোরীর বাবা এক সপ্তাহ আগে ফতুল্লা থানায় নিখোঁজ জিডি করেন। কিন্তু ওই কিশোরী তার মা-বাবার উপস্থিতি বলেন, মা-বাবার সাথে অভিমান করেই সে বাসা থেকে বের হয়ে গাজীপুরস্থ তার এক বান্ধবীর বাসায় চলে গিয়েছিল। বাবা মায়ের পছন্দের পাত্রকে সে বিয়ে করবে না। আর এ কারণেই সে ঘর ছেড়েছিল।

তিনি আরো জানান,কিশোরীর বাবার দায়ের করা সাধারণ ডায়েরির পর তদন্তকারী কর্মকর্তা খালেদ তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে যোগাযোগ করে কৌশলে থানায় ডেকে নিয়ে আসে। পরে তার মা-বাবাকে থানায় নিয়ে এসে কিশোরীকে তাদের কাছে দিয়ে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যায় কিশোরী।

তখন কিশোরীর বাবা বলেছিলেন, ‘আমার মেয়ে গতবছর স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পাস করেছে। বাসায় একা থাকায় সবসময় মোবাইলে গেমস খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। সবসময় মোবাইল নিয়ে এসবে ব্যস্ত থাকায় সে খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। এজন্য প্রায় সময় তাকে বুঝাতাম। সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে যায়। বাসায় ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে। এমন অবস্থায় সে যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD