1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ভয়াবহ দাবানলে চিলিতে পুড়ে গেছে ১৪ হাজার হেক্টর বনভূমি

  • প্রকাশিতঃ শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলিতে পুড়ে গেছে ১৪ হাজার হেক্টর বনভূমি এলাকা। এখনও অন্তত ৩৯টি স্থানে আগুন জ্বলছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে চার জনের। দগ্ধ বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী।

কর্তৃপক্ষ জানিয়েছে, সান্টা হুয়ানা শহরে আগুনের কারণে বিপজ্জনক এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় প্রাণহানির ঘটনা ঘটেছে। তীব্র দাবদাহ ও বাতাসের প্রভাবে আগুনের তীব্রতা বেড়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতে। নুবলে ও বায়োবায়ো অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে চিলি সরকার। এরই মধ্যে কয়েকশ’ বাড়িঘর পুড়ে গেছে ওই অঞ্চলে। ঝুঁকিতে আছে আরও প্রায় ২০ লাখ মানুষ। স্থানীয়দের দ্রুত নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। আগুনের কারণে বেশ কয়েকটি এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে হাইওয়ে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD