1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৯১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
ছোটপর্দার তারকা অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক এবং জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন।

এদিন বিকেল পৌনে ৬টার দিকে তিনি জানান, একটু আগেই হোমায়রা হিমুর মৃত্যুর খবরটি শুনেছেন। উত্তরার একটি হাসপাতালে হিমুর মরদেহ রাখা। সেখানে গিয়ে মৃত্যুর কারণ সহ বিস্তারিত তথ্য জানানোর কথাও বলেন তিনি।

এদিকে হিমুর মৃত্যুকে ‘রহস্যজনক’ হিসেবে দেখছে অভিনয় শিল্পী সংঘ। সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে জানিয়েছেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সেটা বলা যাচ্ছে না।

টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও তার উপস্থিতি দেখা গেছে। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এরপর বেশকয়েকটি ছবিতে কাজ করেছেন। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তোরে কত ভালোবাসি’, ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD