1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৭ বার পঠিত

নতুন মুখপাত্র নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র জিএম আবুল কালাম আজাদকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।

মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গত ৪ অক্টোবর অবস‌রে যান। তার স্থলাভিষিক্ত হলেন আবুল কালাম আজাদ। এর আগে তি‌নি ভারপ্রাপ্ত মুখপাত্র এবং সহকারী মুখপাত্রের দা‌য়িত্ব পালন ক‌রেছেন।

আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে গবেষণা, মনিটরি পলিসি, গভর্নর সচিবালয় ও কমিউনিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি।

আবুল কালাম আজাদ যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন খিতিবদিয়া গ্রামে তাদের ঘরবাড়ি পাকসেনাদ্বারা অগ্নিদগ্ধ ও সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। তার আপন তিন ভাই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তিনি সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রাক্তন ছাত্র। বিদেশি প্রশিক্ষণে তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা ও ভারত সফর করেন।

আজাদের স্ত্রী রোকেয়া খাতুনও পরিচালক হিসেবে ব্যাংকের চিফ ইকোনোমিস্টস ইউনিটে কর্মরত রয়েছেন। তাদের তিন কন্যা। বড় মেয়ে চিকিৎসক, মেঝ ও ছোট মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

আবুল কালাম আজাদ দুস্থদের সহায়তায় কাজ করা যশোরের ভাটাই-নূরজাহান অরফ্যান্স ফ্রেন্ড সংগঠনের নির্বাহী উপদেষ্টা ও ডোনার।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD