1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট জেলার কোম্পানীগঞ্জের সুন্দর আলী (৩৭), মো. জাহিদ মিয়া (২০) ও জুয়েল আহমেদ (২৫)। তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ নগদ ৩৫ হাজার টাকা, একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অভিনব কৌশলে পণ্যবাহী ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। এরুপ গোপন তথ্যের ভিত্তিতে চেপপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ সুন্দর আলী (৩৭), মো. জাহিদ মিয়া (২০) ও জুয়েল আহমেদ (২৫)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD