1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

সাংবাদিক জিসানের জামিন আবেদন আবারো নাকচ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও নারায়ণগঞ্জের তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মাসুম এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের এএসআই মোস্তাফিজুর রহমান।

এর আগে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দুই দফায় তার জামিন আবেদন নাকচ হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায়ঁঁঁ ১২ মে গভীর রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেপ্তার হয়ে জিসানের বাবা মো. হানিফ এবং চাচা ফুড ব্লগার শওকত মিথুনও কারাগারে।

জিসান ও তার পরিবারের দুই সদস্যের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন, শাহীন মাহমুদ, জিয়াউল ইসলাম কাজল ও আবু রায়হান।

শুনানি শেষে আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, “গত তারিখে জামিন আবেদন করলে আদালত মামলায় বলা ৩৩৩ ধারার পরিপ্রেক্ষিতে গ্রিভিয়াস হার্টের মেডিকেল সার্টিফিকেট পুলিশকে তিন দিনের মধ্যে দিতে বলেছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা তা আদালতে দেননি। আইন অনুযায়ী গ্রিভিয়াস হার্টের কথা বলা হলেও তার সাপোর্টে কোনো কাগজ দেখাতে না পারায় আজ আসামিরা জামিন পাওয়ার হক্বদার ছিল। কিন্তু তারা জামিন পাননি, আমরা ন্যায়বিচার পেলাম না।”

জুলাই অভ্যুত্থানের সক্রিয় শিক্ষার্থী ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন একাধিক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গণমাধ্যমে বিবৃতি দিয়ে জিসানের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক অধিকার কমিটিসহ বিভিন্ন সংগঠন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD