1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

আইটি সেক্টরে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে: প্রতিমন্ত্রী পলক

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২০৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের আইটি সেক্টরে এখন ত্রিশ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। সারাদেশে সকলের কাছে সুলভমূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। ফলে আজকে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ৬ লাখ ৯০ হাজার ফ্রিল্যান্সার, ৫০ হাজারের অধিক কল সেন্টারের এজেন্ট, ৫০ হাজারের অধিক ছেলে-মেয়ে হার্ডওয়্যার ম্যানুফেকচারে কাজ করছে।

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীরা আইটি সেক্টরে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, পরিবারে একজন চাকরি করলে একটি পরিবারই স্বাবলম্বী হন, কিন্তু কোনো নারী উদ্যোক্তা হলে তার অধীনে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। আইটি সেক্টরে সব মিলিয়ে আমাদের ত্রিশ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রশিক্ষণ, পুঁজি, প্রযুক্তির সঙ্গে তারুণ্যের মেধাকে কাজে লাগিয়ে আমাদের তরুণ-তরুণীরা দেশের চাহিদা মিটিয়ে উন্নত দেশের চাহিদানুযায়ী ফ্রিল্যান্সিং করবে।

তিনি বলেন, স্মার্ট নাগরিক হতে হলে চারটি গুণ থাকা প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ হলো যিনি নারীকে সম্মান করতে পারেন না সে কখনোই নিজেকে স্মার্ট হিসেবে দাবি করতে পারে না।

জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে ২৬৫ জন নারীর হাতে হার পাওয়ার প্রকল্পের অধীনে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমাদের দেশে সমস্যা হচ্ছে নারীরা সবসময় ভাবে যে আমি একটা মেয়ে মানুষ কিন্ত আমি এ বিষয়টা মানতে পারি না।

তিনি বলেন, আমি এ সমাজ ব্যবস্থাকে ঘৃণা করি। কারণ রাতে যদি একজন ছেলে বলে মা আমার ভাল লাগছে না, একটু রাস্তা থেকে ঘুরে আসি তবে বলবে যাও। আর যদি একজন মেয়ে এ কথা বলে তবে বলবে দরকার নেই। আমার প্রশ্ন কেন ? এ রাস্তায় কে থাকে বিষদর সাপ থাকে না, নরঘাতক থাকে না, নরপশু থাকে। তাহলে কেন যেতে পারবে না।

আর যদি নরপশু থাকে সেগুলোতে বন্ধ করার জন্য প্রত্যাশা নাম দিয়ে আমি একটি অরাজনৈতিক সংগঠন চালু করেছি। আমি চাই রাতে একটি মেয়ে রাস্তায় বের হলে তার যেন ভয় না লাগে, তার বাবা মার যেন ভয় না লাগে। আমি সেই সাহায্যটা সবাইকে করতে চেয়েছি কিন্তু সব জায়গা থেকে পেরে উঠি নাই। তবে আশাও ছাড়িনি।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষক-শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD