1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

রূপগঞ্জে গুলি ও অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২২৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ মিঠু মাহমুদ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলাকান্দাইল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটি। গ্রেফতারকৃত মিঠু মাহমুদ চাঁদপুর সদর থানাধীন কিষনদী এলাকার জিল্লুর রহমানের ছেলে।

এ নিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলাকান্দাইল মােড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় পুলিশ দেখে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটির গতিরোধ করা হয়। সেখান থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় মোটরসাইকেল আরোহী মিঠু মাহমুদকে।

এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও।

এ ঘটনায় সোমবার সকালে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। দুপুরে আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD