1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

বন্দরে বিআইডব্লিউটিএ ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে বিআইডব্লিউটিএ নির্মাণাধীন ওয়াকওয়ের গর্তের পানিতে ডুবে শিশু আয়াত নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা ।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় বন্দরের একরামপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসাীর অভিযোগ, বিআইডব্লিউটিএ শীতলক্ষ্যার তীরে ওয়াকওয়ে নির্মাণ ঠিকাদারের গাফলতি ও ধীরগতিতে নির্মাণ কাজ করার ফলে শিশু আয়াত সেই গর্তে জমে থাকা পানিতে ডুবে নিহত হয়। তাই এলাকাবাসী নির্মাণ ঠিকাদারের গাফলতির জন্য ঠিকাদারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নির্মাণ ঠিকাদার রবিউল পবিত্র হজ্বের জন্য দেশের বাইরে রয়েছে। তবে সাব ঠিকাদার ফয়েজ জানান, মূল ঠিকাদার পবিত্র হজ্ব শেষে দেশে ফিরলে শিশুর পরিবারের সাথে আলোচনা করে সমাধান করা হবে বলে আশ্বাস দিলেও সে দায় এড়াতে চাচ্ছে। এছাড়া বিআইডব্লিউটিএথর পোর্ট অফিসার এ বিষয়ে কোন উদ্যোগ না নেয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

গত ২৬ মে একরামপুর এলাকার মানিক মিয়ার ছেলে শিশু আয়াত একরামপুর এলাকায় শীতলক্ষ্যার তীরে নির্মাণাধীন ওয়াকওয়ের পিলারের জন্য খোড়া গর্তের পানিতে ডুবে মারা যায়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD