1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ২৬ মে ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

সন্তানদের খেলাধূলায় উৎসাহিত করতে হবে–খোরশেদ

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

আমার নারায়নগঞ্জ : বাংলাদেশ ইয়াং কিং কারাতে প্রশিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী ) বিকাল ৫ টায় গলাচিপা এলাকায় প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন বাচ্চাদের উপর ক্ষতিকর প্রভাব ফেলেছে। অনেক বাচ্চারাই এখন সারাদিন মোবাইল ফোন নিয়ে সময় পার করে। সেক্ষত্রে কারাতে প্রশিক্ষণ একটি ভালো দিক। আমার মেয়েও কারাতে প্রশিক্ষার্থী। প্রত্যেক অভিভাকদেরই এখন শারিরীক চর্চায় সন্তানদের মনোনিবেশ করাতে আগ্রহী হতে হবে। তাহলেই সন্তানরা বিকশিত হবে। আমি ইতমধ্যে নাসিক মেয়রের সাথে কথা বলেছি। খুব শিঘ্রই যেন একটি কারাতে প্রতিযোগীতা অুনষ্ঠানের আয়োজনের ব্যবস্থা করা হয়। আমাদের নারায়ণগঞ্জের সকল সন্তানরা যেন মাদক থেকে দূরে থেকে সুসাস্থ্যের অধিকারী হতে পারে সেটাই সকল অভিভাবকরা চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক মুহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার সহ-সভাপতি মঞ্জুর হোসেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, যুগ্ম সম্পাদক মোস্তফা কায়সার, কার্যনির্বাহী সদস্য মাহাবুব হোসেন বিজন।

বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের সভাপতি নাজির আহমেদ নাজিরের সভাপতিত্বে এবং কারাতে সেন্টারের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আনোয়র হোসেন বকুল, আল আমিন, মাহফুজুর রহমান বিল্লালসহ অন্যান্য প্রশিক্ষার্থী এব অভিভাবগণ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD