1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

বন্দরে অবৈধ চুনা তৈরির কারখানা ও আবাসিক এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বন্দরে মদনপুর কলাবাড়ি এলাকায় একই প্রতিষ্ঠানে দ্বিতীয়বার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ওই সময় অবৈধ গ্যাস সংযোগ দেয়া একটি অবৈধ চুনা তৈরির কারখানা ও আবাসিক এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ কারখানাটি গুড়িয়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযান চলাকালীন প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব মিল্টন রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমির খাঁন।

অভিযান প্রসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব মিল্টন রায় বলেন, অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই অভিযান চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শাস্তির আওতায় আনা হবে। এসময় উপস্থিত ছিলেন তিতাসের বন্দর জোনের প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, ফায়ার সার্ভিস কতৃপক্ষ ও বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনী।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD