1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে দেড় হাজার গাছ রোপণ করল জেলা প্রশাসন

  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় সদর উপজেলার জালকুড়ি এলাকায় এক হাজার ৫০০ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তার দুই পাশে এবং ফকির রোড এলাকায় এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১ লাখ বৃক্ষরোপণের কার্যক্রম চলমান রয়েছে, যা খুব শিগগিরই সফলভাবে শেষ হবে। একইসঙ্গে ক্লিন কার্যক্রমের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা ও বড় বড় খালগুলো পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে ধারাবাহিকভাবে কাজ চলছে। আশা করছি, নারায়ণগঞ্জবাসী দ্রুতই এর সুফল পাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD