
আমার নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিআরটিসি ডাবল ডেকার বাসচাপায় শাহজাদা আল ইমরান (৫৫) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার এসবি গার্মেন্টসে সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান ফতুল্লার হোসাইননগর এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল জোবায়ের বাবা।
ফেসবুকের মাধ্যমে মেট্রো দুর্ঘটনায় কালামের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা
ফেসবুকের মাধ্যমে মেট্রো দুর্ঘটনায় কালামের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, আল ইমরান মোটরসাইকেলে করে সাইনবোর্ড থেকে বাসায় যাওয়ার পথে এসবি গার্মেন্টের সামনে পৌঁছালে পেছন থেকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল থেকে তিনি সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে বাসের চালক দ্রুত পালিয়ে যান।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, ‘আমরা নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছি।
এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা সম্পন্ন হয়নি।’