আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের জিমখানা সিটি পার্কের ভিতরে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে শাহাদাৎ নামে যুবক নিহত হয়েছে।
বুধবার রাত ১১ টায় শহরের জিমখানা এলাকার নারায়ণগঞ্জ সিটি পার্কের ভিতর এ ঘটনা ঘটে। নিহত-মো. শাহাদাৎ ( ৩২) নারায়ণগঞ্জ শহরের নতুন জিমখানা এলাকার ৩ নং গলির মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন যুবকের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানান, নিহত যুবক একজন ছিনতাইকারী ও মাদকসেবী। তার নামে ৮টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার দ্বন্দ্বে এহত্যাকান্ড হতে পারে। হত্যার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।