আমার নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জের আওয়ামীলীগ নেতাদের সাথে ছিল নিয়মিত ওঠাবসা। অংশ নিয়েছেন আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রমে। নৌকা প্রতীকে চেয়েছেন ভোটও। নিজের এলাকায় দাঁপিয়ে বেড়াতেন আওয়ামী লীগ নেতা পরিচয়ে। তবে এখন বিএনপি নেতা পরিচয়ে চেষ্টা করছেন সুবিধা নেয়ার।
২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে তিনি হয়ে গেছেন বিএনপির নেতা। বলছি নারায়ণগঞ্জ বন্দর থানার নবীগঞ্জ এলাকার বিএনপির কর্মী হিসেবে স্থান পাওয়া আওয়ামী লীগ নেতা রাজুর কথা।
এই আওয়ামী লীগ নেতাকে বিএনপিতে স্থান দেয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে দাবি জানান তারা।
এর প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতারা বলছেন, ৫ আগস্টের আগে ওই নেতাকে দেখা গেছে আওয়ামী লীগের মিটিং ও বিভিন্ন কার্যক্রমে। আবার ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে গেছেন বিএনপির নেতা। গা বাঁচাতে অনেকের মত তিনিও আওয়ামী লীগ থেকে বিএনপি যোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, ‘বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছেন আ.লীগ নেতা রাজু। রাজুসহ গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি সেজে যারা দলে ঢুকে পড়েছে, সেসব আওয়ামী লীগ কর্মীকে প্রতিহত করতে হবে।