আমার নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জের জামতলা ধোপাপট্রি হীরা কমিউনিটি সেন্টারের সামনে মাদক ব্যবসায়ী ঝলকের নিজস্ব বাসভবনের উপরে চলছে রমরমা মাদক ও নিচতালায় চলছে পতিতা ব্যবসা। তার এমন অপকর্মের কারণে ঐ এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ার আতঙ্কে রয়েছে সচেতন মহলের মানুষ। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে ক্ষুব্ধ এলাকাবাসী। ঝলকের এসব অপকর্ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, শাহতাজ ওরফে এহসানুল করিম ঝলক (৩৩) জামতলা এলাকার ফজলুল হকের ছেলে। আরো জানা গেছে, ২০২২ সালের ২০ মার্চ জামতলা এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে র্যাব-১১ এর হাতে গ্রেফতার হন তিনি।
এলাকাবাসী জানায়, তাদের এসব অপকর্মের কারণে এলাকার শান্তি-শৃৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। ধ্বংষের মুখে পড়ছে যুব সমাজ। অভিযুক্তদের মাদক সিন্ডিকেট বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। স্থানীয়দের দাবি, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে সমাজ থেকে অশ্লীলতা ও পাপাচার দুর করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, কোন মাদক কারবারিকেই প্রশাসন ছাড় দেবে না। সে যে দলেরই হোক। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। আমরা এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।