1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৪৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে উৎপল রায় (৬২) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত উৎপল রায় আগে একটি মিলে চাকরি করতেন। বর্তমানে তিনি অবসরে ছিলেন। তার দুই ছেলের মধ্যে এক ছেলে প্রবাসে থাকেন। আরেক ছেলে উজ্জ্বল রায় পেশায় চিকিৎসক এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা। স্ত্রীর মৃত্যুর পর ছেলের সঙ্গে ওই ফ্ল্যাটে তিনি থাকতেন।

নিহতের ছেলে উজ্জ্বল রায় জানান, বন্দর এলাকার এক নারী তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজা ভেতর থেকে লক করা পান তিনি। পরে পাশের ফ্ল্যাটের লোকজনের সহযোগিতায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে তার বাবার গলাকাটা মরদেহ পড়ে আছে। এছাড়া আলমারি থেকে মৃত মায়ের রেখে যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD