আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিকআপ চালক আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৫ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার জালাকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জুয়েল ও আবুল হোসেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গরু বিক্রির উদ্দেশ্যে আড়াইহাজারের পার্শবর্তী রূপগঞ্জ উপজেলা থেকে পিকআপ যোগে জুয়েল ও আবুল বিশনন্দী হাটে যাচ্ছিলেন। পিক আপটি
উপজেলার জালাকান্দী এলাকায় পৌঁছালে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পিক আপ চালক রাজ্জাক নিহত হন। গুরুতর আহত জুয়েল ও আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।