1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৮ মে ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়লো বসতবাড়ী ও দোকান

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে বসতবাড়ি ও দোকান।

সোমবার (২৭ জানুয়ারি) ভোরের দিকে দক্ষিণ কদমতলী নোয়াপাড়া এলাকায় (হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল সংলগ্ন) মনিরের ভাড়াটিয়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে আদমজী নগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়ভাবে জানা যায়, আগুনে ৫ টি ঘর ও ৩ টি দোকান পুড়ে গেছে। এতে ভাড়াটিয়াদের ঘরের টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ এবং দোকানের মালামাল পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি।

এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আমরা ভোর পাঁচটা পাঁচে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের দুটি ইউনিট প্রায় ঘন্টা খানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণটিও প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD