1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:২১ অপরাহ্ন

সোনারগাঁয়ে পুকুর থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানার পুকুর থেকে সাইফ আহমেদ নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিটি লুব ওয়েল (মবিল) কম্পানির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাইফ ব্রাহ্মনবাড়িয়ার সদরের মুন্সেফপাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিনের ছেলে। তিনি (নাবিল সিকিউরিটি লিমিটেড) নামক একটি প্রতিষ্ঠানের অধীনে সোনারগাঁয়ে সিটি লুব ওয়েল কারখানার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

সিটি লুব ওয়েল কারখানার সিকিউরিটি গার্ডরা জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পরে এলাকার স্থানীয়দের সহায়তায় কারখানায় প্রবেশ করলে ভেতরে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস মিয়া বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি করে কারখানার পাশে একটি পুকুরে জাল দিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।’

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD