1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-কামালসহ ৬৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. মিরাজ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৬৫ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ভুক্তভোগী মিরাজ বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে নির্দেশনা অনুযায়ী মামলাটি রুজু করা হয়।

মামলার আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক এমপি শামীম ওসমান, ডিএমপির সাবেক ডিআইজি বিপ্লব কুমার দাস, সাবেক ডিবি প্রধান হারুনসহ ৬৫ জন। এ মামলায় অজ্ঞাতনামা রয়েছেন ১০০-১৫০ জন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়েছে, পটপরিবর্তনের আগের ১৮ জুলাই বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতা আন্দোলন করছিল। তখন উক্ত মামলার ১ থেকে ১২ নম্বর আসামির নির্দেশনায় আন্দোলনরত মানুষের ওপর অতর্কিত গুলিবর্ষণ করলে ভুক্তভোগী মিরাজ হোসেনের দুই পায়ের রানে গুলি লাগে। এর পর আন্দোলনের সহযোদ্ধা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে।’

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD