আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় আসাদ মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন যাত্রী।
রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করলে দু’পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসাদ মিয়া (৫০) পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মদনগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে অটোরিকশাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক আসাদ মিয়ার মৃত্যু হয়। আহত হন অটোরিকশায় থাকা তিন যাত্রী। তবে দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্ত করে অভিযুক্ত চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।