1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৮ মে ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩ জন ২ দিনের রিমান্ডে

  • প্রকাশিতঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম (২২) নিহতের ঘটনায় গ্রেফতার ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

তিনি জানান, আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেছিলেন। আদালত জামিন নামঞ্জুর করে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করার সময় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই বন্ধু মেহেদী হাসান খান, অমিত সাহাকে চাপা দেয় একটি প্রাইভেট কার। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাসুদ। এ ঘটনায় তিন আসামিকে গ্রেফতার ও গাড়িটি জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেটকারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র বলছে, গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়। পরবর্তীতে আসামিদের ডোপ টেস্ট করলে ফলাফল পজিটিভ পাওয়া যায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় নিহত মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে শুনানি শেষে তিন আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD