1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ২৬ মে ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

বন্দরে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে চালকের মৃত্য

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাসান (৩০) নামে এক কাভার্ডভ্যান চালক। নিহত হাসান বরিশালের বাকেরগঞ্জ থানার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের বন্দর রেললাইন বাসস্ট্যান্ডের সামনে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসানকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টায় মারা যান হাসান।

দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন আটক করে। আটক যানবাহনের মধ্যে রয়েছে বসুন্ধরা গ্রুপের ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো ট ১৫-০৯৭৫) এবং একটি কাভার্ডভ্যান (নম্বর: ঢাকা মেট্রো ন ১৫-১৩৮৮)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD