1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

চাঁদাবাজ ভুইট্টা হোসেনের খুঁটির জোর কোথায়?

  • প্রকাশিতঃ বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারের সামনে ও পিছনের রাস্তা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন পণ্যসামগ্রীর ভাসমান দোকান। ফলে চলাচলে বিঘ্ন ঘটছে যানবাহন ও পথচারীদের। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। হোসেন ওরফে ভুইট্টা হোসেন চাঁদাবাজির মাধ্যমে ফুটপাত থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব হকার দিনভর পণ্য বিক্রি করে করে প্রতিদিন ৫০০ থেকে এক হাজার টাকা আয় করেন। এ দিয়েই চলে তাদের সংসার। শহীদ মিয়ারের সামনে এক একজন হকারকে দুই থেকে তিন ফুটের একটি নির্দিষ্ট স্থানে বসতেও দিতে হয় ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।হোসেন ওরফে ভুইট্টা হোসেন অসহায় এসব হকারের কাছ থেকে প্রতিদিন আদায় করে থাকে টাকা।

শহীদ মিনারের সামনে ও পিছনের ফুটপাতসহ আশপাশের ফুটপাতকে ঘিরে দোকান প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা হারে মাসে লাখ লাখ টাকার চাঁদাবাজি করে বেড়াচ্ছে হোসেন ওরফে ভুইট্টা হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চাষাড়ার এই স্থানটিতে প্রতিদিন প্রায় এক শতাধিক হকাররা দোকান নিয়ে বসে। প্রতিটি হকারকে দিতে হয় ১০০ থেকে ২০০ টাকা করে। মাসে দশ থেকে বারো লাখ টাকার বাণিজ্য হয়ে আসছে। চাদঁবাজির এ পরিমাণ বছরে গিয়ে দাঁড়ায় প্রায় এক থেকে দেড় কোটি টাকায়। এছাড়াও প্রতিটি দোকান বাবদ ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার এমনকি ৫০ হাজার টাকা পর্যন্ত ‘জামানত’ও নেয়া হয়েছে। বিদ্যুতের প্রতি লাইট বাবদ ৩০ টাকা করে নেয়া হচ্ছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD