1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

কোস্ট গার্ডের অভিযানে ৮ হাজার ৩০০ কেজি জাটকা জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৮ হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (২৯ মার্চ ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৯ মার্চ ২০২৩ আনুমানিক ভোর ০৬০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শীতলক্ষ্যা নদীতে ০৪ টি বোট তল্লাশী করে আনুমানিক ৮,৩০০ ( আট হাজার তিন শত) কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফরিদা ইয়াসমিন।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD