1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

গতকাল বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করা হয়েছে- প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৭০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
গতকাল বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করা হয়েছে। তেমনি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ মার্চ) সকালে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বললেন, নার্সিং পেশা সব থেকে বিশ্বস্ত ও সহৎ সেবা। এজন্য ক্ষমতায় এসে নার্সিং পেশাকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। চিকিৎসা সেবার চেয়ে ডাক্তার ও নার্সদের সেবা ও সহযোগিতা রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে পারে।

বিশ্বব্যাপী নার্সের চাহিদা অনেক উল্লেখ করে সরকার প্রধান বলেন, এক হাজার নার্স ও পাঁচ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। বিদেশি ভাষা শিখে সহজেই এই পেশায় চাকুরির জন্য বাইরে যাওয়া সম্ভব। কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ইনসুলিন দেয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়। এখন প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরইমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD