1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২১ মে ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

অসহ্য

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার পঠিত

দেশটা স্বাধীন করতে গিয়ে,
জীবন গেল যাদের।
তাদের কথা ভুলে আমরা,
পালন করছি মরছে যারা,
দেশ স্বাধীন হবার পরে।

যুদ্ধে যারা করতে গেল,
অনেকেই আর ফিরে এলো না,
কত মায়ের বুক খালি হলো,
সেসব কথা ভুলে,
করছি পালন মাসে মাসে,
সবকিছু বন্ধ করে।
করছি পালন যাদের নিয়ে,
হতে পারে তারা বিরাট কিছু,
হতে পারে তারা ক্ষমতাবান।
তাই বলে কি ভুলতে হবে,
যারা দিলো দেশের জন্য প্রাণ?

আমি অভাগা থাকিনে দেশে,
তাই বলে কি নেই কারো পাশে?
দেশকে ভালোবাসি বলে,
সত্যি কথা বলি।
মরেছে গান্ধি, মরেছে ক্যানেডি,
মরেছে ওলফ পালমে,
তাই বলে কি থেমে গেছে জাতি?
বরং এসেছে নতুন করে
নতুন উদ্দীপনা নিয়ে
গড়ছে তাদের দেশগুলো তারা
পারেনি কেউ অতীতে যা করতে।

আমরা শুধু দুঃখ করে,
মরছি জাতি ধুঁকে ধুঁকে।
আর কতদিন এমন করে
চলতে হবে বল?
সোনার বাংলা গড়তে হলে,
ধান্দাবাজি ছাড়তে হবে।
গড়তে হবে দেশ আমাদের,
নতুন প্রজন্মের জন্য।
তা নাহলে থেমে যাবে,
ভালোবাসার স্বপ্নটুকু।
জানবে না কেউ দেশের কথা
অসহ্য ধরবে ঘিরে,
উপায় তখন হবে কি যে
ভাবছি বসে একা শেষে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD