1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তত কমিটি এবং ওই কমিটি দ্বারা আয়োজিত সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাবেক জেলা শ্রমিক লীগের একাংশ।

রবিবার (৫ মার্চ) বিকেলে নগরীর ২নং রেলগেট এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করা হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুস ছালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সহ-সভাপতি ফিরোজ কায়সার আজম, সাবেক সহ-সভাপতি মোঃ শহিদউল্লাহ প্রধানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছিলো, সে কোন নেতা না। আমরা এই কমিটির বিরোধিতা করেছি, পরে বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। তবে, আগামী ১১ মার্চ ওই কমিটির মাধ্যমেই সম্মেলন করার পায়তারা করা হচ্ছে। সেটির বিরোধিতার জন্যই আজকের এই মানববন্ধন। অবিলম্বে এই কমিটি বন্ধ করার দাবি জানাচ্ছি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD