আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক মামলায় কাঞ্চন পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আইয়ুব খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষদের হয়রানি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা ছিলেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।
৫ আগস্টের পর থেকে আইয়ুব পলাতক ছিলেন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।