আমার নারায়ণগঞ্জঃ মালিকের গাফিলতির কারনে অকালে প্রান গেল রেদোয়ান নামের এক যুবকের।
১০ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে বন্দরের মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেদোয়ানের পরিবারে শোকের মাতম বইছে।
সূত্র মতে, বন্দরের উত্তর ফরাজীকান্দা এলাকার নজরুল ইসলাম ওরফে নজুর একটি ফার্ম রয়েছে কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায়। ওই ফার্মে ওয়েল্ডিং কাজ করার জন্য রেদোয়ানকে নেওয়া হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তার থাকার পরও নজুর একঘেয়েমির কারনে রেদোয়ান কাজ শুরু করতে যায়। ওয়েল্ডিং কাজের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে অকালে মৃত্যু’ হল তার।
নিহত রেদোয়ান (২০)নারায়ণগঞ্জ বন্দর ২০ নং ওয়ার্ড বেপারীপাড়া এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে বলে জানান গেছে।