1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে তরুণ-তরুণীর মরদেহের সঙ্গে চিরকুট, ‘আমাদের একসঙ্গে মাটি দিয়েন’

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত ১০টার দিকে দশ পাইল এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তবে নিহত তরুণ-তরুণীর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, গতকাল রাতে দশ পাইল এলাকায় সড়কের পাশে তরুণ-তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। ওই নারীর পরনে গোলাপি রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ এবং পুরুষের পরনে চেক শার্ট ও জিনস প্যান্ট ছিল। ওই নারীর ওড়নায় একটি চিরকুট প্যাঁচানো ছিল। সেখানে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম, আপনাদের সমাজে সবার কাছে আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন।’

ওসি বলেন, তরুণের বয়স আনুমানিক ২৫ বছর এবং তরুণীর ২০ বছর। তাঁদের দুজন মুখ থেকে ঝাঁজালো দুর্গন্ধ বের হচ্ছিল। মরদেহের পাশেই একটি বোতল পাওয়া গেছে। সেটির ভেতরও একই রকমের ঝাঁজালো দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কীটনাশক পান করেছেন তাঁরা। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। ওই তরুণ-তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD