1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

না:গঞ্জের ৪ মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক পাট মন্ত্রী

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার করা দুই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ নিয়ে পঞ্চম দফা কারাগারে পাঠানো হলো সাবেক এই মন্ত্রীকে। এদিন আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, রিমান্ড শেষে অন্য দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানো হয়েছে। সেইসঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা পৃথক দুই মামলার অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় অন্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার উদ্দেশ্য গুলিবর্ষণ করেছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD