1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূপুর আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে স্বামী মো. রবিউল ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডস্থ মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

নিহত নূপুর আক্তার বরিশাল সদর থানার শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী মিজমিজি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, স্থানীয়দের বরাতে জানতে পারি, ভিকটিম এবং তার স্বামী একই ঘরে অবস্থান করছিল এবং স্বামী তাকে হত্যা করেছেন। এরপর স্থানীয়রা নূপুরের স্বামীকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের স্বামী রবিউল ইসলাম বাবুকে আটক করে থানায় আনা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD