1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন

১৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১, সিপিসি-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৯ ফেব্রæয়ারি ২০২৩ তারিখ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন চর কেওয়ার, ভিটিহোগলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৮ কেজি গাঁজা সহ আসামী ১। মোঃ শরীফ হোসেন (৪০), পিতা-মৃত মঞ্জিল মিজি, মাতা-মৃত সাজেদা বেগম, সাং-ভিটিহোগলা, টরকীর চর, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ এবং ২। সাইফুল ইসলাম @ সানাউল্লাহ (৪৩), পিতা-মৃত শাহজাহান, মাতা-সামিয়া বেগম, সাং-ভিটিহোগলা, টরকীর চর, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ’দ্বয়কে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন চর কেওয়ার, ভিটিহোগলা এলাকা হতে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD