1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৫ বছর পূর্তি ও ৩৬ বছরে পদার্পণ উৎসব পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৫ বছর পূর্তি ও ৩৬ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সোনারগাঁও রয়েল রির্সোটে দিনব্যাপী আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ার-উল-ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসানউল্লাহ, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা মাহফুজর রহমান, ফিরোজ হোসাইন, জেলা পরিষদের সাবেক সদস্য ফারুক হোসেন, অ্যাডভোকেট নুরজাহান বেগম, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা।

অনুষ্ঠানে সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন সংস্কৃতি মন্ত্রণালয়ের মিডিয়া ফেলোশিপ পুরস্কার পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে কেক কেটে দিনটি উৎযাপন করা হয়। এছাড়া একটি স্মরনিকাও প্রকাশ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সোনারগাঁও উপজেলা শিল্প কলা একাডেমির নৃত্য শিল্পী পরিবেশন করেন, সংগীত পরিবেশন করেন সুজন মাহমুদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সোনারগাঁও সমন্বয় বেলায়েত হোসেন, প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন, সাংবাদিক গাজী মোবারক, জাকির হোসেন ঝন্টু, আক্তার হাবীব ও সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য হারুন অর রশিদ, মাহবুব হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD