
আমার নারায়ণগঞ্জ:
নাশকতায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপির নেতা ইস্রাফিল প্রধানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু বিষয়টি আমার নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন। কাউন্সিলর ইস্রাফিল প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে।
অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, নারায়ণগঞ্জে নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগেও নাশকতা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মামলা ছিল