নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়েছে নারায়ণগঞ্জ। পুলিশের কাঁদানে গ্যাস ও ছররা গুলিতে বেশ কিছু শিক্ষার্থীসহ ৩০জন আহত হয়েছে।
১৮ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।
এসময় কোটাবিরোধী শিক্ষার্থীরা পুলিশের গাড়ী, জলকামান, সজোয়া যান ও কাভার্ডভ্যান ভাঙচুর করেছে। কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা ১১টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের চাষাঢ়া এবং প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। স্লোগানে প্রকম্পিত হয় নারায়ণগঞ্জের রাজপথ।
শিক্ষার্থীদের মিছিল দুইভাগে বিভক্ত হয়ে বঙ্গবন্ধুর সড়কের চাষাঢ়া শহীদ মিনার এবং ২নং রেলগেট এলাকায় অবস্থান করে। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে দুপুরে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের একটি গাড়ি ভাংচুর করলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং ছররা গুলি ছোঁড়ে। এসময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড় থাকে।
শিক্ষার্থীরা পুলিশের জলকামান, সাজোয়া যান ও কাভার্ডভ্যান ভাঙচুর করেন। পরে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। তাদের হাতে লাঠিসোটাও দেখা গেছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সরকার কোটা পদ্ধতি সংস্কার না করলে সারা দেশ অচল করে দিয়ে হলেও আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই।