1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে তরুণ নিহত, আহত অন্তত ১৩

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে মো. দ্বীন ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত পাঁচজন।

গতকাল বৃহস্পতিবার বি‌কেল ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এই সংঘর্ষ হয়।

নিহত মো. দ্বীন ইসলাম নাওড়া এলাকার বিল্লাত হোসেনের ছেলে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। রূপগঞ্জে জমির ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই বিরোধ। সেই বিরোধের জেরে প্রায় সময়ই দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ান।

গতকাল দুপুরে সেই উত্তেজনা থেকে প্রথমে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। বিকেল থেকে শুরু হয় সংঘর্ষ। এ সময় উভয় পক্ষের লোকজন হেলমেট মাথায় দেশিয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। রাত সাড়ে ৭টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এরই মধ্যে উভয় পক্ষের একাধিক লোক গুলিবিদ্ধ ও আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ দ্বীন ইসলাম‌কে রাজধানীর এক‌টি বেসরকারি হাসপাতা‌লে নেয়া হ‌লে সেখা‌নে চি‌কিৎসকেরা তাকে মৃত ঘোষণা ক‌রেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনার সময় সেখানে নাওড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ছিলেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা থেকে আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ১২ রাউন্ড শটগানের গুলি ছুড়ি। বর্তমানে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD