1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

বন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সহকারী নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৮২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ বন্দরের লহ্মনখোলা মাদরাসা রোড এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৫৫) নামে এক ট্রাক সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত এরশাদকে হাসপাতালে নিয়ে আসা মো. নাসির জানান, মাদরাসা রোড এলাকায় বালুর ট্রাক ও সিমেন্টের ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুর ট্রাকের সহকারী এরশাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত এরশাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাঁচপুর এলাকায়। তার বাবার নাম আব্দুল জলিল।

ঢকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD