1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

শীতলক্ষ্যা সেতুতে উল্টোপথে গাড়ি চলাচলে বড় দূর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নির্মিত নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে হরহামেশাই উল্টো পথে চলাচল করছে গাড়ি। এতে করে প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয়দের আশঙ্কা এভাবে চলতে থাকলে যেকোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলাবাসীসহ দুই পারের বাসিন্দাদের স্বপ্নের সেতু এই তৃতীয় শীতলক্ষ্যা সেতু। তবে এ সেতুতে প্রতিনিয়ত উল্টো পথে চলছে মিশুক ও অটোরিকশার মতো যানবাহন। এতে হরহামেশা ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি শঙ্কা রয়েছে বড় ধরনের দুর্ঘটনারও।

পথচারীরা জানান, উল্টো পথে গাড়ি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি ব্রিজের অধিকাংশ বাতি না জ্বলার কারনে তৈরি হচ্ছে বেহাল দশা। তখন হেঁটে পারাপার হওয়া ছাড়া উপায় থাকে না।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এইভাবে সেতুতে উল্টো পথে মিশুক ও অটো চলতে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন স্থানীয় বলেন, এটা একটা সিন্ডিকেট। সবাই মিলেমিশে এখানে আইন ভাঙ্গার খেলায় মেতে উঠেছেন। অনেক বলার পরেও এলাকার জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্যা সমাধানের লক্ষ্যে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ যতই সমাধানের কথা বলুক, মূলত তারাও এ অন্যায়ের সঙ্গে জড়িত। না হলে প্রতিদিন একই ধরনের অনিয়ম কেন ঘটছে এমন প্রশ্ন তাদের।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD