1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।

রোববার(১২ই মে ) বিকেল ৩ ঘটিকায় উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেক পোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত এম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-ছ-৭১২২৬৬) জব্দ করা হয়।এসময় গাড়ি থেকে একজন কৌশলে পালিয়ে যায়।

আটককৃত ব্যাক্তি হলেন-টেকনাফ এলাকার উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো: কামাল হোসেনের ছেলে মো: ইসহাক(২৪)

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল পরিমান ইয়াবা নিয়ে এম্বুলেন্স করে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেক পোষ্টে আমরা অবস্থান নেই। পরবর্তীতে আমরা সন্দেহজনক এম্বুলেন্স তল্লাশী করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এর পূর্বেও সে এই পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সাথে জড়িত ছিলো।

তিনি আরও জানান আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD